নিজস্ব প্রতিনিধি: ঢাকা থেকে সাতক্ষীরায় ফেরার পথে যাত্রা বিরতী করে সদর নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও মা বোনদের খোঁজ-খবর এবং সুখ দুঃখ ভাগাভাগি করে নিলেন গণমানুষের প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঝাউডাঙ্গা ইউনিয়নের শেষ প্রান্তে ওয়ারীয়া সাতক্ষীরা সদরের শুরু। ওয়ারীয়া এলাকার মানুষ হঠাৎ বীরমুক্তিযোদ্ধা এমপি রবিকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় এলাকার সাধারণ মানুষ বলে এমপি তো এমনই হওয়া উচিত। জনগণের এমপি যিনি এলাকার উন্নয়ন ছাড়া অন্য কিছু ভাবেনা এমন এমপি বারবার দরকার মনে করেন এলাবাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা এমপি রবিকে দলীয় মনোনয়ন দেবেন এমনই আশাবাদী সাধারণ মানুষ। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে দিনের আলোয় কিংবা রাতের আঁধারে সাধারণ জনগণকে স্বস্তিতে রাখতে ও সুখ-দুঃখের খোঁজ-খবর নেওয়া এবং এলাকার উন্নয়নের পাশা পাশি জনগণের ভাগ্যোন্নয়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন মানবতাপ্রেমী জননন্দিত জননেতা বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
তিনি সদরের ১৪টি ইউনিয়ন ও পৌসভার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। করোনাকালীন সময়ে বসে না থেকে এমপি রবি মহামারির এ সময়ে প্রথম দিন থেকেই সদর নির্বাচনী এলাকার প্রতিটি অঞ্চলে গৃহবন্দী কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্যার অভাবে কেউ যেন অনাহারী না থাকে সেদিকে দৃষ্টি রেখে কাজ করেছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দেড় শতাধিক শিক্ষার্থীর প্রতিযোগিতায় অংশগ্রহণ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে লাইব্রেরির পাঠ কক্ষে “ক’ গ্রুপ- ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, “খ’ গ্রুপ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা (শহিদ মিনার), “গ” ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপের বিভিন্ন প্রতিযোগিতায় ১৫০ জন প্রতিযোগি অংশ নেয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিব লাইব্রেরি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও লাইব্রেরির নির্বাহী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, চিত্রশিল্পী রিয়াছাদ আলী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু প্রমুখ।
Leave a Reply