আবুল হোসেন সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্কুলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাহিদ কবীর, পবিত্র গীতা থেকে পাঠ করে চতুর্থ শ্রেণীর ছাত্রী শর্মিলি। পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য শাহজাহান কবীর, সহকারী শিক্ষিকা জবা খাতুন, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ। এবার স্কুল থেকে সর্বমোট ২৩ জন ছাত্র ছাত্রীদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম।
Leave a Reply