শাহিনুর ইসলাম:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের পক্ষ থেকে দুই প্রবাসীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। শুক্রবার (১০জানুয়ারী) বিকাল ৩ঘটিকায় খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মালেশিয়া প্রবাসী, খাসখামার স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব ও মালদ্বীপ প্রবাসী, খাসখামার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বসির আহমেদ কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহেরা মোড়লপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ ওমর ফারুক ও হাফেজ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে পুষ্পকাটি ও বহেরা হাফিজী মাদ্রাসার ৬০ জন ছাত্রকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ছাত্রদের মিষ্টি মুখ করিয়ে প্রত্যেককে একটি কম্বল উপহার দেয় খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সদস্যরা। এসময় প্রবাসী রুবেল আহমেদ, মোকলেছুর রহমান, সবুজ হোসেন, ইকবাল হোসেন, সাঈদ হাসান, ফয়সাল হোসেন, শামীম হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভ্যার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী ইয়াছিন আলী, মো ওবায়দুল্লাহসহ আরো অনেকেই যুক্ত হন।
Leave a Reply