শাহিনুর ইসলাম::দেবহাটা উপজেলার কুলিয়ায় ২৫জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১০ঘটিকায় ইউপিজি উপকারভোগীদের মাঝে ৩০দিনের ট্রেইলারিং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলন এর বাস্তবায়নে অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন, দেবহাটা এরিয়া প্রোগ্রাম কুলিয়া ইউনিয়ন এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, বহেরা গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ,ফিল্ড ফ্যাসিলিটেটর শাহরিন খাতুন আবু রাহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, ২৫ জন হতদরিদ্র নারীকে এক মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন এবং অন্যন্য প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। এই একমাস প্রশিক্ষণের মাধ্যমে অতি দারিদ্রপীড়িত, অধিকারবঞ্চিত নারীদের দর্জি বিজ্ঞান, পোশাক প্রস্তুতকরণ বিষয়ে দক্ষতা বাড়িয়ে তাদের আত্মনির্ভরশীল ও নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং সফল উদ্যোক্তা হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায়, অতিদরিদ্র ও অসচ্ছল নারীদেরে এতে অগ্রাধিকার দেয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হাতে-কলমে সেলাই মেশিন চালানো, মেশিনের যত্ন নেয়া, কাঁচি ধরার কৌশল, মাপ অনুযায়ী কাপড় কাটার পদ্ধতি এবং পোশাক তৈরির বিভিন্ন ধাপ শেখান। অংশগ্রহণকারীরা সালোয়ার, কামিজ, ব্লাউজ, ম্যাক্সি, প্যান্ট এবং শিশুদের ফ্রক তৈরি শিখেছেন, যা তাদের আর্থিক স্থিতিশীলতা ও স্বাবলম্বিতা অর্জনে সাহায্য করবে। পাশাপাশি কাজের অর্ডার পাওয়ার কৌশল ও কাজের মূল্য নির্ধারণ সম্পর্কেও পরামর্শ দেয়া হয়। এমন কর্ম পরিকল্পনাতে স্থানীয় সুশীল সমাজ বাহবা জানিয়েছেন।
Leave a Reply