আবু বক্কার সিদ্দিক: কুলিয়ায় জমে উঠেছে নির্বাচনী উৎসব। থেমে নেই প্রাননাথ দাশ। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী প্রানণাথ দাশ। কর্মী ও সমর্থকেরা প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। কুলিয়া ঘুরে দেখা যায় এমন কোন জায়গা নাই যে সেখানে সে যায়নি। প্রত্যেক মানুষের বাড়িতে সে গেছে। জনগন তার ডাকে সাড়া দিয়ে আনারস প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন।
জনসাধারণ বলছেন, প্রাণনাথ দাশ জনবান্ধব ব্যক্তি। মানুষের সুখে দুঃখে সবসময় সহযোগিতা করেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণায় তিনি এগিয়ে রয়েছেন। জনদরদি এ ব্যক্তিকে কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী করার জন্য কর্মী ও সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে ভোট চাচ্ছেন। তাদের দাবি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে বিপুল ভোটে জয়ী হবেন প্রাননাথ দাশ।
প্রাননাথ দাশ বলেন, আমি অনেক আগে থেকেই এলাকার মানুষের জন্য কাজ করছি। আমি কুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে উপহার দিতে চাই। এলাকায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার বিশ্বাস ২৮তারিখ নির্বাচনে জনগন আনারস প্রতীকে তাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।
Leave a Reply