বিশেষ প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি ও সি.এস.ও এর মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় রাইট টু গ্রো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্টের মনিটারিং অফিসার বিলকিস আরা চৌধুরী ও ইউপি সদস্যা ফতেমা খাতুন। কুলিয়ার সচিব ফারুক হোসেন বলেন, “রাইট টু গ্রো” প্রকল্প জনগনের চাহিদাটি সরাসরি ইউনিয়ন পরিষদের কাছে পৌছায়ে দিচ্ছে। তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। রাইট টু গ্রো প্রজেক্ট মাঠ পর্যায়ে কাজ করে। তারা আমাদেরকে নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে। ইউনিয়নের সকল শিশুদের কে কিভাবে অপুষ্টির হাঁত থেকে রক্ষা করা যায় এবং স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা যায় সে বিষয়ে ইউনিয়ন পরিষদ ভূমিকা পালন করে আসছে এবং আগামীতে করবে। আমরা বিগত অর্থ বছরে শিশু পুষ্টি খাতে বাজেট রেখেছিলাম এবং তা পুষ্টি খাতে ব্যয়ও করেছি। এবারের বাজেটে বরাদ্ধ রাখবো। নারী ও শিশুর দিকে লক্ষ্য রেখে আমরা আগামীতে যখন রাইট টু গ্রো প্রজেক্ট থাকবে না তখনও আমরা এগিয়ে যাবো এই ধারায়। এছাড়া কুলিয়ার প্রত্যেকটি বিদ্যালয়ে হাইজিন কর্ণার স্থাপন করা হবে তিনি জানান। এসময় ইউপি সদস্য বিধান চন্দ্র, শিক্ষক রবিউল ইসলাম, সমাজসেবক মাসুম চৌধুরী, শহিদুল ইসলাম, হিরণ কুমার মন্ডল, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম, কমিউনিটি প্রোমোটর সোনিয়া রুপাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply