বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের সাথে সিভিএ যৌথ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ডিসেম্বর) দুপুর ২ঘটিকায় রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন(সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত যৌথ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন, রাইট টু গ্রো প্রোজেক্টের এ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল ও মাসুম চৌধুরী । বক্তারা বলেন, রাইট টু গ্রো প্রোজেক্ট দেবহাটা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও সিভিএ সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারদের সম্পৃক্ততার মাধ্যমে স্বাস্থ্য পুষ্টি ও ওয়াশ-সংক্রান্ত স্থানীয় সার্ভিস সিস্টেমের অধিকতর সক্রিয় করছে। এরই ধারাবাহিকতায় কুলিয়া ইউনিয়ন পরিষদ স্থানীয় চাহিদার ভিত্তিতে নিজস্ব উদ্যোগে শিশুর পুষ্টি, ওয়াশ-সংক্রান্ত বিষয়ে বাজেট বরাদ্দ করছে ও নির্দিষ্ট খাতে বাস্তবায়ন করতেছে আগামীতে করবে। এবারে পুষ্টি খাতের বাজেটের টাকা থেকে পুষ্টি উপকরণ দেয়া হবে বাবাদের কাছে, ৭,৮ ও ৯ ওয়ার্ডে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে হিজল ডাঙ্গায় ওয়াটার পাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া কিছু দিনের মধ্যে পুষ্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানির পট ও টিফিন বক্স দেয়া হবে এই কার্যক্রম অব্যহত থাকবে। এসময় ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি সদস্য আবু সাইদ, ডা: মনিরুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম,সাইফুল ইসলাম, সোনিয়া রুপাসহ কুলিয়া ইউনিয়ন সিভিএ সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্যগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply