ন্যাশনাল ডেস্ক: কুমিল্লায় মুরাদনগর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এএসআই সাজ্জাদুল মান্নান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত এএসআই সাজ্জাদুল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি সমকালকে জানান, বুধবার বিকেলে একটি মামলায় আসামি ধরতে রামচন্দ্রপুর এলাকায় যান মান্নান। এসময় বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুলিশ কর্মকর্তা সাজ্জাদুল মান্নানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মান্নান মারা যান। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান বাঙ্গরা বাজার থানার ওসি।
Leave a Reply