নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রোকনুজ্জামান বাপ্পী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সভাপতি নরীম আলী মুন্সী, কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মিজানুর রহমান, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী রহমান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওসার তুহিন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, কালিগঞ্জ সোহ্রাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ,কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কনিকা সরকার, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক রাজনীতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সুধী মন্ডল উপস্থিত ছিলেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ ই মার্চ জন্ম দিবস পালন উপলক্ষে কর্মসূচি, ২৫শে মার্চ কালরাত্রি পালন, ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য উপ-কমিটি গঠন করা হয়েছে। এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাপক উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হবে।
Leave a Reply