জি,এম মামুন বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজার বসন্তপুর বিওপি ভায়া কালীগঞ্জ বিওপি সড়ক ৮১লাখ ৮৭ হাজার ২১৭ টাকা ব্যায়ে মেরামত করা রাস্তা এছাড়া নাজিমগঞ্জ বাজারে নুতন নির্মাণকৃত, মাছের সেড, সবজি সেড, বাজারে পানি নিষ্কাশনের ড্রেন সহ সর্ব মোট ২৭ লাখ ৮১ হাজার ব্যায়ে তৈরি নুতন স্থাপনা উদ্বোধন করেন। সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায়। অনুষ্ঠানের উদ্বোধক মথুরেশপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হাকিমের দিকনির্দেশনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জগলুল হায়দার এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (ছোট) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি।
আমন্ত্রিত অতিথি বৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন। থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ রোকনুজ্জামান (বাপ্পি) কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। নাজিমগঞ্জ বাজার কমিটির নেতা শেখ ফিরোজ কবির কাজল।
আয়োজক কমিটি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিক বাবলা আহমেদ , জি এম মহিবুল্লাহ রনি, সাবেক থানা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর ,মোঃ মনিরুজ্জামান, শেখ মিরাজ আলী, জি এম সুবজ হোসেন সাহেব, মাসুম হোসেন, রেজওয়ান ইভান রনি, মোখলেসুর রহমান পলাশ প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি প্রতি কৃতজ্ঞ স্বীকার করেন। সেই সাথে মথুরেশপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হাকিমের ইউনিয়নের বিভিন্ন কাজের প্রশংসা করেন।
এছাড়াও শনিবার বিকাল পাঁচটায় একই সময় এস এম জগলুল হায়দার এমপি শ্যামনগর কালীগঞ্জ আংশিক এলাকার কার্পেটিং রাস্তার উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখযোগ্য, ধুলিয়াপুর টু রঘুরামপুর স্কুল পর্যন্ত ২.৩৩ মিটার চুক্তি মূল্য ১ কোটি ২৫ লাখ, কালিগঞ্জ ডাকবাংলা থেকে নাজিমগঞ্জ রাস্তা প্রশস্ত করণ চুক্তিমূল্য ১কোটি ২ লাখ। খানপুর টু বালিয়াডাঙ্গা রাস্তা ৩.৫৫ মিটার চুক্তিমূল্য ১কোটি ৭৯ লাখ ব্যয়ে নতুন ও মেরামত করা রাস্তা উদ্বোধন করেন।
Leave a Reply