আব্দুল কাদের কালিগঞ্জ: কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম বলেছেন সাতক্ষীরার কালিগঞ্জে ভাড়াশিমলায় কৃষকরা মাছ চাষের পাশাপাশি ভেঁড়ী বাঁধের উপরে তরমুজ ও সবজি চাষ করে কৃষি বিপ্লব ঘটিয়েছে। তিনি বলেণ এ অঞ্চলের পূর্ব পুরুষরা ধান চাষ করতো। আমরা এখন ধানের চাষ কমিয়ে ফেলেছি। সাতক্ষীরার কালিগঞ্জ এ অঞ্চলের কৃষকরা অনেক প্রতিকুলতা কাটিয়ে সবজি চাষ করে সফলতা অর্জন করেছে। বিশেষ করে এ অঞ্চলে লবনসহিষ্ণু মাটিতে ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে অফসিজন তরমুজ চাষাবাদ করে অনেক লাভবান হচ্ছে। তিনি এ অঞ্চলে কৃষকদের পরিশ্রমে তাদের মেধা খাটিয়ে তরমুজ সহ সবজি উৎপাদন দেখে অভিভুত হন। তিনি এ অঞ্চলের কৃষকদের মিষ্টি পানির জন্য খাল খনন, কৃষি কাজে যন্ত্রপাতি ও কৃষি মন্ত্রনালয় থেকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি গতকাল (০২ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলায় ভাড়াশিমলায় কৃষকদের অফসিজনে লাগানো তরমুজ ক্ষেত পরিদর্শন ও পরে কালিগঞ্জ কৃষি অফিসের আয়োজনে ভাড়াশিমলা আব্দুস সামাদের তরমুজ প্রদর্শীতে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় এ কথা বলেন বি,এ,আর,আই জয়দেবপুর, গাজীপুর, মহা পরিচালক ডঃ দেবাশিষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা পরিবহন সমন্বয় সড়ক ও পরিবহন সেতু মন্ত্রনালয়ে নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবির, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যঅন সাঈদ মেহেদী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর বিএআরআই পরিচালক ডঃ অপূর্ব কান্তি চৌধুরী, খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দীন, সহ কৃষক কৃষানী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরে প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম ভাড়াশিমলা এমজেএফ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এসএসিপি প্রকল্প (বারি অঙ্গ) এর আওতাধীন উপকার ভোগী চাষীদের সাথে মতবিনিময় সভা ও ফলের চারা বিতরণ করেন। এসময় ভাড়াশিমলার কৃষক জাকির হোসেন, অকসেফ আলী বিশ্বাস, আব্দুস সবুর বিশ্বাস, আব্দুস সামাদ, আবু হোসেন, জোহর আলী সরদার সহ কৃষকরা উপস্থিত ছিলেন। এর আগে সচিব মহোদয় কৃষকদের লাগানো ভেঁড়ী বাঁধের উপরে তরমুজ সহ বিভিন্ন প্রকার সবজি ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষেতের তরমুজ কেটে খান এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি কৃষি মন্ত্রীকে সাতক্ষীরার এ অঞ্চলের এনে কৃষকদের উৎপাদিত সামগ্রীক কার্যকম দেখানোর আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply