ফরিদুল কবীর, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: কালিগঞ্জে ভূমিসেবা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ভূমিসেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জি.এম ফয়েজ আহমেদ সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানা গেছে, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ সহ ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদানে বিশেষ গুরুত্ব দিয়েছে উপজেলা ভূমি অফিস। জমির মালিকেরা ঘরে বসে ভূমিসেবা পেতে ও অহেতুক হয়রানির হাত থেকে রক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম চালু করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী বলেন, সরকারের ডিজিটাল ভূমিসেবা জনগণের কাছে পৌঁছে দিতে ক্যাম্পেইন চালু করা হয়েছে। জনসাধারণের ভূমি সংক্রান্ত সকল বিষয় সচেতন করতে এই ক্যাম্পেইন। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা ক্যাম্পেইন চালু করা হবে।
Leave a Reply