কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জে সরকারি পেরিফেরিভুক্ত খাস সম্পত্তির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার নেতৃত্বে (বুধবার দুপুর ২টার) দিকে।উপজেলার সদরে নাজিমগঞ্জ হাট-বাজারে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। বসন্তপুর ভূমি অফিসের অফিস সহায়ক শাহিদ হোসেন, গ্রাম পুলিশ শওকাত আলী প্রমুখ। খোঁজ নিয়ে জানা গেছে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ হাট-বাজারে পেরিফেরিভুক্ত ১ নং খাস সম্পত্তি আলেয়া বেগম নামের এক ধুরন্ধর ব্যক্তি অবৈধ দখল করে নির্মাণ কাজ শুরু করলে মৌখিক ভাবে তাকে নিষেধ করেন বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার।
পরবর্তীতে তাকে লিখিত নোটিশ প্রদান করি এবং সম্পত্তিতে নোটিশ টানিয়ে দেন। তখন ঐ ব্যক্তি অফিসের কর্মচারী ও সাংবাদিকদের সাথে অত্যান্ত খারাপ আচারন করে। সম্প্রতি চতুর ঐ মহিলা সরকারি নোটিশটি ছিড়ে ফেলে পুনরায় নির্মাণ কাজ করতে থাকলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারের নির্দেশে অবৈধ স্থাপনা ভেঙে দেন তিনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ জামান এ বিষয়ে বলেন, বিষয়টি আমি অবগত আছি।
গত মাসের ২৯ তাং-১২৪৩ নং স্মারকে দখল কারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করতে থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply