ফরিদুল কবীর, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: কালিগঞ্জে ষাটোর্ধ্ব এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১০ মে) সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের ব্রাক অফিসের নিকটবর্তী সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তি পড়ে থাকতে দেখে স্থানীয়রা মোবাইল ফোনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাইমকে জানায়। তাৎক্ষণিক ভাবে তিনি ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য গ্রাম্য ডাক্তার আব্দুল কাদেরকে বিষয়টি দেখার জন্য বলেন। পরে ইউপি সদস্য বিষয়টি থানা পুলিশকে অবগত করে গ্রাম পুলিশের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া না গেলেও দুপুরের দিকে লাশের পরিচয় নিশ্চিত করেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি,এম শোকর আলী। তিনি জানান, ফজের আলী মিস্ত্রী (৬৬) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (কেওড়াতলী) এলাকার মৃত মাওলা বক্সের ছেলে। নিহতের ভাই নূর মোহাম্মাদ মিস্ত্রী সাংবাদিকদের জানান, তার বড় ভাই ফজর আলী দীর্ঘ ১০/১২ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন রয়েছেন। মাঝে মধ্যে সে বাড়ি থেকে বেরিয়ে আসে খোঁজ করে তাকে আবার বাড়িতে নিয়ে যাই। তবে দুরে কোথাও যায় না। গত ৭ তারিখে সে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমরা তাকে খুঁজে পাইনা। সোশ্যাল মিডিয়ায় আমরা তার ছবি দেখে জানতে পারি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমূত্যুর মামলা হয়েছে। মামলা নং- ২০।
Leave a Reply