কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলার দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার হলরুমে বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিক ইকবাল পাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিঃ সদস্য স,ম আব্দুর সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পদাক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply