বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সদ্য বরখাস্ত বসন্তপুর ভূমি সহকারি কর্মকর্তা নন্দলাল সরকার অফিসের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের প্যান্টের চেইন খুলে একজন মহিলার হাতে নন্দলাল তার গোপনাঙ্গ ধরিয়ে দিচ্ছেন। এছাড়া ওই ভূমি কর্মকর্তার গোপন অঙ্গ নিয়ে খেলায় মত্ত হতে দেখা যায় ওই নারীকে। তবে তার সাথে থাকা নারীর চেহারা দেখা না গেলেও ভিডিওতে নন্দলালের চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বসন্তপুর ভূমি অফিসে চাকরিরত অবস্থায় এমন ন্যাকার জনক ঘটনা ওই কর্মকর্তা ঘটিয়েছেন বলে ধারণা করছেন নেটিজনরা।তবে তার সাথে থাকা ওই নারী বসন্তপুর ভূমি অফিসের পরিচ্ছন্নকর্মী বলে ধারণা করছেন স্থানীয়রা। চাকরিকালীন সময়ে ছুটির পরেও দীর্ঘ সময় ওই অফিসের ভেতরে সময় কাটাতেন নন্দলাল। অফিসে কেউ না থাকার সুযোগে পরিছন্ন কর্মীর সাথে অবাধ প্রেম লীলায় মেতে উঠতেন তিনি। এছাড়া নন্দলাল অফিসের ছাদের উপর তিনি গড়ে তুলেছেন একটি রেস্ট রুম। সেখানেও তিনি অবাধে চালিয়ে যেতেন এলাকার চিহ্নিত দলিল লেখকদের সহযোগী পরিচয়ে দালাল নামের নবীন উদয় হওয়া বাটপার, সাথে আছে এলাকার কিছু প্রবীণ ক্ষমতাধর দালালদের নিয়ে অপকর্ম এমনটাই অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
উল্লেখ্য,অফিস কক্ষে জনৈক এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ এনে গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক হুমায়ূন কবির নন্দলালকে সাময়িক বরখাস্তের লিখিত আদেশ প্রদান করেন।
Leave a Reply