শিমুল হোসেন কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ সেবা দারিদ্র বিমোচন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে। বুধবার (১৬ ই ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা মাঠে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সভাপতিত্বে,ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বারবার নির্বাচিত সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব,এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-নির্বাহী সম্পাদক আলহাজ¦ গাজী শওকত হোসেন, মথুরেশপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। ৫নং কুশুলিয়া ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু) সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (শিমুল) বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন। উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।
দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ শিমুল হোসেন, সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ, দৈনিক সাতনদী পত্রিকার কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ’ হাফিজুর রহমান হাফিজ ।
এই প্রদর্শনীতে বিভিন্ন জাতের ষাঁড়,গাভী, ছাগল, ভেড়া, মহিষ,কবুতর, হাঁস-মুরগি ও, বিভিন্ন জাতের পাখির সহ মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে।
Leave a Reply