কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবাকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের
সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রকোনুজ্জামান বাপ্পি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ফেরদৌস মোড়ল,সাফিয়া পারভীন, গোবিন্দ চন্দ্র মন্ডল,নাজমুল হাসান নাঈম। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু) কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,সুফলভোগীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply