নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকাল ১০ উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতেহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাসস্থান শিক্ষা চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
যার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির অন্যতম। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন বাংলাদেশ একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষ থাকবে সুখে শান্তিতে নিরাপদে। প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য সকলে মিলে কাজ করতে হবে।
এসময় তিনি আরো বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে এর ফলে এই এলাকার চিত্র পাল্টে যাবে, উন্নয়নে আসবে অনেক পরিবর্তন। আমাদের আগামী শতকে পরিবেশ বিপর্যয় নিয়ে মোকাবেলা করতে হবে।
কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )রোকনুজ্জামান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী।
কর্মশালায় ১০টি গ্রুপে ভাগ হয়ে প্রত্যেকটি গ্রুপের উপস্থাপন করেন নারীর ক্ষমতায়ন বিষয়ে উপস্থাপন করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, শিক্ষা সহায়তা বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ডিজিটাল বাংলাদেশ বিষয়ে, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, বিনিয়োগ বিকাশ বিষয়ে, তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আল মামুন, আশ্রয়ন বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান পল্লী সঞ্চয় ব্যাংক বিষয়ে, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ বিষয়ে, কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শংকর কুমার ঘোষ, পরিবেশ সুরক্ষা বিষয়ে, সাংবাদিক শাওন আহমেদ সোহাগ, ও সবার জন্য বিদ্যুৎ বিষয় কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী মিজানুর রহমান। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।
Leave a Reply