নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সহ প্রশাসনের অনন্য কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ শিক্ষক সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত এর নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে চিত্র অংকন প্রতিযোগিতা, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, ও আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সরোয়ারদী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পরমা দাস , দ্বিতীয় রতনপুর তারক নাথ বিদ্যাপীঠ এর দশম শ্রেণীর ছাত্র মোঃ মাহবুবর হোসেন, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুরাইয়া, চিত্র অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী কিরে প্রিয়ন্তী বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র। তাদেরকে নস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
উল্লেখ্য: ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তত্কালীন রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দেন। বঙ্গবন্ধু তাঁর বজ্রকণ্ঠে বলেন, ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই ভাষণ বাঙালির মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। এই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে। দীর্ঘদিনের পরাধীনতার গøানি, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার মন্ত্র হিসেবে কাজ করে। ভাষণে উদ্দীপ্ত হয়ে আপামর জনগণ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করে।
Leave a Reply