নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “টেকসই আগামীর জন্য জেন্টার সমতায় আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব শারিদ বিন শফিক এর সভাপতিত্বে কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রশাসনিক হোসনেয়ারা খানম আমার বাড়ি আমার খামার এর ম্যানেজার আলমগীর হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার রতেনশ্বরপুর গ্রামের নারী ছালিমা বেগম নির্যাতনের বিভিশিখা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করায় এবং জেলা পর্যায়ে রানার্স আপ হওয়ায় তাকে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে নারী ও শিক্ষার্থীদের সনদ পত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট, ব্র্র্যাক অগ্রগতি সংস্থা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সদস্য ও বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিল।
Leave a Reply