জি এম মামুন বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ মথুরেশপুর ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুল হাকিম কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
মথুরেশপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রকাশ্য বাজেট অধিবেশনের অতিথি হিসাবে বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এস, এম মমতাজ হোসেন মন্টু প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে ৯ নান্বর মথুরেশপুর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জনগণের বিভিন্ন প্রশ্ন শ্রাবণ করেন। এবং আগামী ২০২২-২৩ অর্থবছরে বাজেটে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে জনগণের আসস্ত করেন।
অগ্রগতি সংস্থার সহযোগিতায় উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার, প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর প্রীতিকনা রায়, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশগন, সাংবাদিকবৃন্দ সহ সকল ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply