নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মুজিবুর রহমান (৪৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ভাড়াশীমলা ইউনিয়নের খারহাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি শেখ মুজিবুর রহমান খারহাট গ্রামের শেখ সবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদ্য যোগদানকারী কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে খারহাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বস্তার ভিতর সংরক্ষিত ১০৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মুজিবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান সাংবাদিকদের জানান, ভারত হতে সীমান্ত নদী পার হয়ে খারহাট এলাকা দিয়ে দেশের অভ্যন্তরে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তা ভর্তি ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply