নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিল ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী আটক হয়েছে। ২৮ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার নির্দেশে এ.এস.আই মোঃ রবিউল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার কাঁকশিয়ালী গ্রামের রেজাউল ইসলাম কালাম মাষ্টারের পুত্র আমিনুর বিশ্বাস (৩৫) গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করে। অন্যদিকে কালিগঞ্জ থানার এস.আই শ্যামল মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কালিগঞ্জ ভাড়াশিমলা মোড়ে অবস্থানকালীন সময়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ কামাল গাজী (২৪) কে গ্রেপ্তার করে। সে দেবহাটা উপজেলার নাংলা গ্রামের মৃত রমজান গাজীর ছেলে। এব্যাপারে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply