নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫আগষ্ট ২০২২ জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। স্বাধীন ও সার্বভৌম সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্রষ্টা বাঙালী জাতির অভিসাংবাদিক নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ই আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, শায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত ভাবে উত্তোলন। সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্নে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প মাল্য অর্পন, সকাল ১১টায় ৪৫ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রামান্য চিত্র পরিদর্শন। বেলা ১১টায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন, প্রতিযোগীতা। বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা, চিত্রাংকন প্রতিযোগীতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুস্কার বিতরণ, সুবিধা মত সময়ে সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভায় কবিতা আবৃতি অনুষ্ঠানের আয়োজন ও কুইজ প্রতিযোগীতা, বৃক্ষ রোপন, কর্মসূচী গ্রহন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ৪৭ তম শাহাদাৎ বার্র্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, বিশেষ অতিথি থাকবেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এনজিও সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনে কর্মসূচী গ্রহন করেছে।
Leave a Reply