1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কর্মজীবনের ইতি টানলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

কর্মজীবনের ইতি টানলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন। সুদীর্ঘ কর্মজীবনে বহু কর্মকাণ্ডের শরিক। ৩৭ বছরের কর্মজীবনের ৩৬ বছর দেড় মাস তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। ১০ মাস ১৫দিন তিনি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সাড়ে দশ মাসের কর্মজীবনে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করার কাজে ব্যস্ত ছিলেন অজিত সরকার। ২০২২ সালের ২অক্টোবর সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করে আসছিলেন তিনি। অজিত কুমার সরকার বলেন, প্রত্যেকটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিত, স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা, বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দেয়া, ঝরেপড়া রোধে নিয়মিত মনিটরিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি। করোনাকালীন সংকট মোকাবিলায় বাল্যবিবাহ প্রতিরোধে জেলার প্রত্যেকটি স্কুলে গিয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। শিক্ষকদের সময়মত প্রতিষ্ঠানে হাজিরা ও শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে নিয়মিত মনিটরিং করেছি। অজিত কুমার সরকার বলেন, ২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করাই ছিল আমার লক্ষ্য। ১৯৮৬ সালের ৬ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন অজিত কুমার সরকার। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার শিক্ষা অফিসার হিসেবে পদায়ন দেওয়ায় তিনি জেলা শিক্ষা অফিসার হিসেবে ২০২২ সালের ২ অক্টোবর যোগদান করেন । সুদীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে অবশেষে উপস্থিত বিদায়ক্ষণ। বুধবার (১৬ আগস্ট) ছিল অজিত কুমার সরকারের শেষ কর্ম দিবস। তাঁর শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারকে ক্রেস্ট উপহার দিয়ে আগামী দিনের শুভ কামনা জানান জেলা প্রশাসক। এদিকে প্রিয় শিক্ষা অফিসারের শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, আবাদেরহাট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক পার্থ সারথি সেন, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হাসান টিটুসহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd