নিজস্ব প্রতিনিধি: কয়রার উপজেলার দক্ষিণ বেদকাশী জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল ১০ টায় লিডার্সের শাখা অফিসে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফোরামের সভাপতি মোঃ শাহাআলম গাজীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ দিদারুল আলম, মোঃ রেজাউল করিম লিডার্স প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলীম আল রাজী, মনিটরিং অফিসার মোঃ মনিরুজ্জামান মনি, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সিরাজুল ইসলাম, কমিউনিটি মবিলাইজার হিমাংশু মন্ডল। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য লিডার্স দীর্ঘ দিন যাবত কাজ করে আসছে,জলবায়ু পরিবর্তনের প্রভাবে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য । জনগণ বছরের কোনো না কোনো সময় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে কবলে পড়ে। এর জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে । দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মানুষ ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করে বছরের পর বছর ।ভুক্তভোগী জনগণই তাদের মানবেতর জীবন থেকে মুক্তির দাবি জানিয়ে আসলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামান্য দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply