জিয়াউর রহমান: সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্থিত ৫৮ নং উত্তর ফিংড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে গতকাল মঙ্গলবার (২৭ শে) সেপ্টেম্বর স্কুল ম্যানিজিং কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম গাজীর সভাপতিত্বে ও সাংবাদিক জিয়াউর রহমানের সঞ্চালনায় সরকারি নীতিমালা (পরিপত্র) অনুযায়ী বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার সকল সুধীবৃন্দ ও অভিভাবকগনের উপস্থিতিতে উক্ত কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন সভাপতি প্রভাষক মোঃ সাইদুল ইসলাম সহ-সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান বিদ্যুোতসাহী সদস্য মোঃ আব্দুর রকিব ও মাহমুদা খাতুন অভিভাবক সদস্য রাজিব সরদার রুবিয়া খাতুন ও রহিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি গাভা অক্ষয় কুমার মিস্ত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত কুমার দাশ সংশ্লিষ্ট স্কুল প্রতিনিধি কণিকা গাইন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ কুমার বসু সংশ্লিষ্ট ইউপি প্রতিনিধি খাঁন আব্দুল হামিদ। নবগঠিত কমিটির নামীয় তালিকা পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার ঘোষ। সমাপনী বক্তৃব্য প্রদান করেন বিদায়ী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এসময় অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply