জিয়াউর রহমান ঃ সদরের ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্থিত উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে গতকাল সোমরার সকাল ১০ ঘটিকার সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ কুমার বসুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাধন কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের প্রভাষক মোঃ আবুল কাশেম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আসলাম হোসেন। এসময় এসএমসির সভাপতি মোঃ রফিকুল ইসলাম তার বক্তৃতায় বলেন- ১৯৭১ সালে ১৫ ই আগষ্ট বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব পরিবারে নিহত হন। সেই মহান নেতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ ই আগষ্টে বিদ্যালয়ে তার রুহের মাগফিরাত কামনা করা করা হবে। বঙ্গবন্ধুর জীবনীলেখা,হামদ নাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী দের বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি উদাত্ত আহবান জানান এবং ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের উপস্থিতির হওয়ায় সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য সাংবাদিক জিয়াউর রহমান শিক্ষক প্রতিনিধি সদস্য অনুপ কুমার অভিভাবক সদস্য মোঃ আব্দুর রকিব সদস্য উত্তম কুমার মন্ডল সদস্যা মানোয়ারা খাতুন। সহকারী শিক্ষক সাধন কুমার দাশ নাজমিন সুলতানা কণিকা রানী গাইন ফিরোজা খাতুন সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। সভাপতি মোঃ রফিকুল ইসলাম সকলকে সাথে নিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পাশে বৃক্ষ রোপন করেন অতপর ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আসলাম হোসেন।
Leave a Reply