শার্শা প্রতিনিধি: ঈদুল আযহায় যশোরের শার্শার বাগআঁচড়া পশুর হাটে গরু-ছাগল বেচাকেনায় শেষ মুহূর্তে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। হাটে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষায় উপজেলা মেডিকেল টিম কাজ করছে। এদিকে ঈদুল আযহাকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা ও ভিন্নরূপ সাজানো হয়েছে সাত মাইল গরুর হাট। যা পুরো হাটের কার্যক্রম নিরাপত্তা ব্যবস্থা এখন সিসি ক্যামেরায় আন্তভুক্ত হয়েছে যার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন।
দেশের দ্বিতীয় বৃহত্তম পশুহাট বাগআঁচড়া সাতমাইল ক্রেতা বিক্রেতার আস্থার পথিক হিসাবে ৩২টা সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যার আওতায় এ হাটটি সার্বক্ষণ মনিটারিং ব্যবস্থা করেছে হাট পরিচালনা কমিটি। দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী এই হাটের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং হাট’টির নিরাপত্তা ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে সেটা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। যশোর শার্শা উপজেলাধীন বাগআঁচড়া সাতমাইল পশুহাটে আগামী ২৯ শে জুন পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সাতমাইল পশুহাট দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়’ই কুরবানীর পশুর দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা জানিয়েছেন অন্যান্য হাটের তুলনায় এ হাটে ব্যাংকিং সুবিধা থেকে শুরুকরে, গরু, ছাগল ক্রয় করে যাতায়াতে যেমন সুবিধা তেমনি হাট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দেওয়ায়, এ হাট থেকে আমাদের ব্যবসার চাহিদা পূরণ করে সঠিক সময়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। পশুহাট কর্তৃপক্ষ কোরবানির পশু ক্রয় করতে আসা সকলকে নিয়মিত মাইকিং এর মাধ্যমে সচেতন করছেন এবং কোন সমস্যার সৃষ্টি হলে দ্রুত সমাধানের মাধ্যমে বিষয়টি যেন পুনারাবৃত্তি না ঘটে সেই বিষয়টিও কড়া নজরদারিতে রাখেছে হাট পরিচালনা কমিটি।
উল্লেখ্য সতমাইল পশুহাট কতৃপক্ষ ক্রেতা বিক্রেতা দের ব্যাংকিং লেনদেন সহযোগিতা, সরকারি পশু ডাক্তার কর্তৃক কুরবানী পশুর মান নির্ণয় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারের হাট ব্যবস্থাপনায় অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি অগ্রধিকার দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে হাট পরিচালনা কমিটিকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে সাড়া দিয়ে হাট কর্তৃপক্ষ ডিজিটাল নিরাপত্তা পদ্ধতির আওতায় এনেছেন । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল সহ উদ্ধোতন কতৃপক্ষ সহ ব্যবসায়ী মহল সন্তোষ প্রকাশ করেছেন। হাট কতৃপক্ষ জানান সরকারী দিকনির্দেশনা মোতাবে উপজেলা প্রশাসন পশুহাট পরিচালনা কমিটির ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা করতে অবহিত করে। আমরা পশু হাটের সার্বিক ব্যবস্থা মনিটরিং করার জন্য পুরো হাট ডিজিটাল পদ্ধতিতে হাট পরিচালনা করে ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করেছি।
Leave a Reply