নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৭ টায় সাতক্ষীরা কুখরালী আমাতলা মোড়ে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
কুখরালী ওয়ার্ড আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশি, ৬কুখরালী ওয়ার্ড আওয়ামীলীগের সহ- সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক রাফিনুর রহমান, ছাত্রলীগ নেতা মো: আলম, আওয়ামীলীগ নেতা খোকন আলী, যুবলীগ নেতা আব্দুস সালাম প্রমূখ। এর আগে ৬কুখরালী ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply