স্টাফ রিপোর্টার: সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন এস্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুষ্টি বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। সভা পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস,মূল প্রতিবেদন উপস্থাপন করেন ডাঃ আল নাহিয়ান হাবিব। এসময় অতিথিদের মধ্যে ডাঃ বিশ্বজিৎ গুহ,ডাঃ কৃষ্ণ বসাক,ডাঃ প্রসুন কুমার মন্ডল, আশাশুনি রিপোটার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা,মোক্তারুজ্জামান স্বপন,স্টাফ নার্স,ফিল্ড অফিসার সহ কমিউনিটি ক্লিনিকের স্টাফগন উপস্থিত ছিলেন।
Leave a Reply