আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলরা কৃষকলীগ সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, বদিউজ্জামান মন্টু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলি, মতিলাল সরকার প্রমুখ। সভায় এস এম রুহুল আমিন, আবুল বাশার, ছাত্রলীগ নেতা মিজান, তাজ, জাহিদ, যুবলীগ নেতা আমিরুল, তৌফিক, হিমেল, গাউসুল, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
Leave a Reply