আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে সহিংসা প্রতিরোধ, আইন শৃংখলা ও সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১.৩০ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, হাফেজ মাওঃ যুবায়ের আলম, বলাডাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ ইউনুস আলী, বুড়াখারআটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আবু- ইশা, মহিষকুড় জামে মসজিদের ইমাম মাওঃ মোফাজ্জল হোসেন হিলালী, শ্রীউলা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম প্রমুখ। আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন লাকী, বিভিন্ন মসজিদের ইমাম, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
সম্প্রতি শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামে গুরুদাশ বাছাড়ের ছেলে মিহির বাছাড় ফেসবুকে ইসলাম ধর্ম, সৃষ্টিকর্তা ও মহানবী (সঃ) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় উঠেছে। পুলিশ মিহির বাছাড়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্র্রতিরোধে ইমাম ও ধর্মীয় নেতাদের সাথে এ মতবিনিময় সভা করেছে। এছাড়া শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবনেতা আলাউদ্দিন লাকী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও ইউপি সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply