নিজস্ব প্রতিনিধি: প্রিয় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই কুলাঙ্গার নেতা নাভিন জিন্দাল ও নূপুর শর্মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন পূর্বক সর্বোচ্চ শাস্তি ফাসির দাবীতে আশাশুনির শোভনালী হাজার হাজার মসলিম উম্মাহ ও তৌহদি জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে উপস্থিত সম্মিলিত মুসলিম উম্মাহ বলেন নবীকে নিয়ে কটুক্তি কারীদের শুধু বহিষ্কার করিলে হবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেত হবে। তাদেরকে গ্রেফতার করে পরিচালিত আইনে বিচারের মাধ্যমে বিশ্ব মুসলিমের দাবী ফাসির রায় কার্যকর করতে হবে। তা না হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুসলমানের হৃদয়ের স্পন্ধন হযরত মুহাম্মাদ (সাঃ) এর জন্য মুসলিমরা জীবন দিতে প্রস্তুত। মহানবীর অপমান কেউ মানিনা মুসলিমরা মানতে পারেনা। কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মুসলমানের সন্তানেরা শপথ নিয়ে রাজ পথে নেমেছে। জীবন দিতে হয় দিবে তবুও দাবী আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। শুক্রবার জুমা বাদ মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে আশাশুনির শোভনালী ইউনিয়নের বসুখালী সম্মিলিত মুসলিম উম্মাহ তৌহদি জনতার আয়োজনে আশাশুনি সাংবাদিক সাহেব আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে বসুখালী প্রধান প্রধান সড়ক ঘুরে বসুখালী সাইক্লোন সেল্টার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা আকবার হোসেনের সভাপতিত্বে বসুখালী দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বসুখালী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী, যুবলীগের সাধারন সম্পাদক আজমীর হোসেন, সাবেক মেম্বার ফারুক হোসেন, সমাজ সেবক বড় আজমীর, যুবলীগ নেতা আছাদুল ইসলাম ও হামিদুল ইসলাম, সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়ার্জেন মাদ্রাসার শিক্ষক সুপার আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply