কালীগঞ্জে অতি বৃষ্টির কারণে কার্পেটিং রাস্তা ধস, অসাধু সার ডিলার সিন্ডিকেটে মাথায় হাত কৃষকের
জি মামুন বিশেষ প্রতিনিধি: কালীগঞ্জে কৃষকদের এই ক্ষতির মধ্য দিয়ে সরকারের ধার্য অনুযায়ী সারের অধিক দামে বিক্রি করছে ডিলার। বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে জানা যায় বর্তমান সময়ে ইউরিয়া, টিএসপি, এম ও পি সারের সরকার ঘোষিত দাম ছাড়া অনেক বেশি দাম এবং পটাশ সারের ঘাটতি দেখিয়ে সারের ডিলার অধিক দামে বিক্রি করছে সার। কৃষকদের ধারণা চলতি মৌসুমে অনা বৃষ্টি এবং নিয়ন্ত্রণহীন সারের দামের কারণে ধান উৎপন্ন অনেক কম হবে। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে মৎস্য ঘের সহ বিভিন্ন ফসল তলিয়ে রয়েছে। অনেক ছোট ছোট রোপনকৃত ধানক্ষেত ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এবং পানি জমে ভাঙ্গন সৃষ্টি হয়েছে নুতুন কারপিটিং রাস্তা। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়।
শিমু রেজা এমপি কলেজের প্রভাষক আবু হাসানের মনোসেক্স মৎস্য পয়েন্টের বৃষ্টির প্রভাবে ঘেরের ভেড়ি ভাঙানোর সৃষ্টি হয়ে লক্ষাধিক টাকার মাছ ক্ষতি সাধন হয়েছে। পার্শ্ববর্তী মিরাজ হোসেন, আবু সাঈদ, আবু মুসা, জিএম আব্দুল হালিম, সহ অনেকের মৎসকের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। মুষলধারায় বৃষ্টির প্রকোপে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে নতুন রোকনকৃত ধানক্ষেত। ৫ দিনব্যাপ ী মুষলধারায় অনাবৃষ্টির কারণে মরন খাদে পরিণত হয়েছে নতুনহাট- টু কামারগাতি নুতন কার্পেটিং রাস্তা। ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারে ব্যস্ত সময় পার করছেন। দুদলী ৮ নম্বর ওয়ার্ডের ইউ,পি সদস্য জিএম আব্দুল জলিল, এবং ডি,আর,এম, ইউনাইটেড আইডিয়াল কলেজের সহযোগী অধ্যাপক জিএম আওরঙ্গজেব। জি,এম আব্দুল জলিল এবং জিএম আওরঙ্গজেব জানান। মুষলধারে বৃষ্টির কারণে রাস্তার দুই সাইডে অনেক পানি জমার কারণে রাস্তা ভাঙানো সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করার চেষ্টা করছি। কিন্তু সরকারি সহযোগিতা ছাড়া পুরোপুরি ঠিক হবে না।
আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ারের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply