আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় অনাবৃষ্টীতে কৃষকদের দুশ্চিন্তা আমন ধানের মাঠ এখন আকাশের পানির অভাবে ফেঁড়ে চৌচির। আবার অনেক কৃষক কাংখিত বৃষ্টির পানি না পেয়ে ছ্যালো ম্যাসিন ও ছেচপাম্প দিয়ে বীজ তলা তৈরী এবং ধান রোপন করেছে।সরেজমিনে দেখা গেল ফসলের মাঠে কোথাও পানির দেখা নাই।চারিদিকে হাহাকার ,নাই কোথাও পর্যাপ্ত পানি।ধান ক্ষেত গুলো পানির অপেক্ষায় অধীর আগ্রে গাছ নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে ।পানির অভাবে মাঠে ফসলের অবস্থা তেমন ভাল না। এদিকে কৃষক কৃষাণীরা আছে দুঃচিন্তায়। কেননা এসব ফসল এক দিকে যেমন তাদের পরিবারে খাদ্যের অভাব মেটায় ,অন্যদিকে বিক্রি করে তাদের পরিবারের ভরন পোষনও চলে। শুধু তাই নয় দেশের মানুষ ৮০ ভাগ কৃষক তথা ধান, পাট চাষের উপর নির্ভরশীল। এছাড়াও মৎস্য ঘের বেড়িতেও নাই পর্যাপ্ত পানি।ঘের মালিকরা ছাড়তে পারছে না মাছের রেনু।পানির অভাবে ঘেরে যে মাছ আছে তাও হতে পারছে না মোটাতাজা। সবকিছু মিলায়ে কৃষকেরা আছে এক মহাবিপর্যয়ে,কোথাও কোথাও দেখা মিলছে গভীর নলকূপ দিয়ে দেওয়া হচ্ছে সেচ,যাতে বাড়ছে আবার বাড়তি খরচ। অন্যদিকে কৃষকরা বলছে অন্য বছর এ সময় মাঠঘাট পানিতে ভরপুর থাকে, মাঠে থাকে ফসলের সমারহ। কিন্তু এবার আছি মহা বিপদে না জানি সমনে কি অবস্থা হয়। তাই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন মাঠ ঘাট বৃষ্টিতে ভরপুর হয়ে ওঠে এবং মাঠ সোনার ফসলে ভরে যায়।
Leave a Reply