নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষের রুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা, রান্না করা খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার জিয়া উদ্দিন আহমেদ, আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী আলহাজ¦ শেখ আজিজুল হক, সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল মুহিদ, আহছানিয়া মিশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব হোসেন নান্নু, কাজী আব্দুল আহাদ, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল আলম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ আজাদী।
Leave a Reply