ডালিম রেজা, স্টাফ রিপোর্টার: কেশবপুর শিক্ষার্থীদের উপবৃত্তির উত্তোলনে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পান এমন শিক্ষার্থীদের সঙ্গে। এনিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির উত্তোলনে অতিরিক্ত অর্থ না নেয়ার জন্য সরকারে নির্দেশ থাকলেও চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধীক শিক্ষার্থীর কাছ থেকে ২০ থেকে ৩০ টাকা হারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইলে নগদে টাকা এসেছে। ওই টাকা উত্তোলনে অভিভাবকরা ভোগান্দিতে পড়ে। এই সুযোগকে কাজে লাগিলে ওই বিদ্যালয় প্রধান শিক্ষক অজয় দত্ত ও দপ্তরী আমিরুল যোগসাজসে উপবৃত্তি পান এমন শিক্ষার্থীদের কাছ টাকা উত্তোলনের নামে ২০ থেকে ৩০ টাকা হারে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীরা নগদের মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পরে বেশকিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জড়ো হয়ে এই অতিরিক্ত অর্থ আদায়ের জন্য ক্ষোভ প্রকাশ করেন।
চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দত্ত সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়ের কথা সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি শিক্ষার্থীদের নিকট থেকে নগদের মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য ২০ থেকে ৩০ টাকা হারে অতিরিক্ত টাকা আদায় করেছে। তবে তিনি নিজে এ বিষয়ে জড়িত সেটা অস্বীকার করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, উপবৃত্তির টাকা উত্তোলনের অতিরিক্ত অর্থ আদায়ে ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply