জিয়াউর রহমান: সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গী মৃত বিল্লাল হোসেনের পুত্র মাদকাসক্ত ফারুক হোসেন (৪২) কর্তৃক ছোট ভাই মোঃ মারুফ হোসেন (৪০) আহত হয়েছেন। সাতক্ষীরা থানার অভিযোগ সূত্র মতে জানা যায়- শুক্রবার ০৩/০৬/২০২২ খ্রীঃ সকাল ০৮ ঘটিকার সময় ছোট মারুফ হোসেন তার নিজ বসতবাড়ি সংলগ্ন জমিতে ময়লা পরিষ্কার করার সময় তার বড় ভাই মাদকাসক্ত ফারুক হোসেন তার উপর আচমকা হামলা করে।প্রথমে বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে ছোট মারুফ ঠেকাতে সক্ষম হয়। অতঃপর বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারুফ হোসেন কে মাদকাসক্ত তার বড়ভাই পেটাতে থাকলে মারুফের আত্নচিংকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মাদকাসক্ত ফারুক হোসেন পালিয়ে যায়। তারা মারুফ হোসেন কে উদ্ধার কে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি তার বড় ভাইয়ের নামে থানায় অভিযোগ করেন। উল্লেখ্য যে- মোঃ মারুফ হোসেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সদর প্রতিনিধি। তিনি সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।
Leave a Reply