সোহানুর রহমান শাহিন, সদর প্রতিনিধি: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৪৪) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরা শহরের গড়েরকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি গোলাম কবির ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। ভোরে দোকান ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মটরের উপর পড়ে যান। এ সময় মটরের তারে শর্ট সার্কিটের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
Leave a Reply