নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাসিক চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা এবং ঈদ উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার খবির হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচী, নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, উকশা ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কাবুল হোসেন, উপজেলা পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি আক্তার হোসেন মুকুল প্রমূখ। সভায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় কালিগঞ্জ উপজেলা শান্তিপূর্ন উপজেলা, সকলেই সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে আগামী ঈদ উদ্্যাপন করবে। ঈদর দিন গুলোতে ঈদের আগে এবং পরে আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে প্রশাসন গুরুত্বপূর্ণ স্থানে টহল বৃদ্ধি করবে বলে বক্তারা জানান।
Leave a Reply