নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, রকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবার কবির, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজ টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাদিয়া পারভীন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডল, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নিলূ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কলাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রশান্ত ব্যানার্জি, কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক নূর মোহাম্মদ, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মহসিন, কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, দপ্তর সৃম্পাদক মীর জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ , সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ব্যাংক-বীমা এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষক এস এম মমতাজ হোসেন, আলোচনা করেন হাফেজ মাওলানা আব্দুল গফুর, নাতে রাসুল পেশ করেন মোঃ রোকনুজ্জামান, ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
Leave a Reply