স্টাফ রিপোর্টার কলারোয়া: কলারোয়া থানাধীন গয়ড়া চন্দনপুর ও কাঁদপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫৫ (পঞ্চান্ন) বোতল ফেনসিডিলসহ মোঃ সাহবে আলী মোড়ল(৪৫) নামের এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে কলারোয়া(সাতক্ষীরা) থানা পুলশি। কলারোয়া থানা সুত্রে জানা গেছে,অত্র থানাধীন গয়ড়া চন্দনপুর ও কাঁদপুর এলাকায় কিছু মাদক পাচারকারী দেশের অভ্যন্তরে ফেনসিডিল পাচারের উদ্দের্শে সেখানে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে শুক্রবার (৮এপ্রিল) অত্র থানার এসআই (নিঃ) রঞ্জন কুমার সঙ্গীয় এসআই (নিঃ) রাজিব কুমার, এএসআই (নিঃ) আবু তালেব, এএসআই (নিঃ) আলাউদ্দিন, এএসআই (নিঃ) এসএম রবিউল ইসলাম, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন তাদের সংগীয় পুলিশ ফোর্সের একটি চৌকশ দল সেখানে অভিযান চালায়, পৃথক ঐ দুটি স্থান থেকে ভারতীয় ৫৫ বোতল ফেন্সেডিল সহ আসামী সাহেব আলীকে গ্রেফতার করে। আসামী সাহেব আলীর বাড়ী সাতক্ষীরা জেলোর কলারোয়া থানার কাঁদপুর গ্রামে, সে মৃত মান্দার মোড়লের ছেলে।
এ সংক্রান্ত বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহাদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) জনাব মীর আসাদুজ্জামান এর র্সাবিক তত্ত¡াবধানে অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ফেনসিডিল সহ আসামী সাহেব আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-১২ তারিখ-০৮/০৪/২০২২ ইং। ধারা-৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮। আসামী সাহেব আলীকে ৫৫ বোতল ফেনসিডিল সহ শনিবার (৯ এপ্রিল) সকালে জেলা সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে কলারোয়া থানা সূত্রে জানা গেেছ।
Leave a Reply