তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডির কর্মসূচীর উপকারভোগীদের টাকা আতœসাতের অভিযোগে তালা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মাষ্টার এজেন্ট নাসির উদ্দিন পুলিশ হেফাজাতে৷
সোমবার(৪ এপ্রিল) দুপুরে ভিজিডির টাকা আত্সানতের অভিযোগে উপজেলা প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করে৷
ঘটনার বিবরনে জানা যায়, তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ ভিজিডি কার্ডধারী নারী তালা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে তাদের সঞ্চয়ের টাকা জমা দিয়ে আসছেন৷ নিদিষ্ট মেয়াদ শেষে আসল ও মুনাফা টাকাসহ সঞ্চয়কারীদের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও খলিলনগরের ২শতাধিক নারীর টাকা ফেরত না দিয়ে আত্সানত করার পায়তারা করেন৷ টাকা না পেয়ে গ্রাহকরা মহিলা বিষয়ক অধিদপ্তরে অভিযোগ করে৷ মহিলা বিষয়ক বিষয়টি আমলে নিয়ে তদন্ত করলে অভিযোগের সত্যতা খুজে পায়৷ বিষয়টি উপজেলা প্রশাসন কঠিন পদক্ষেপ গ্রহন পূর্বক ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মাষ্টার এজেন্ট নাসির উদ্দিনকে টাকা প্রদানে চাপ প্রয়োগ করলে ২৩ মার্চ ২লক্ষ টাকা প্রদান করে এবং বাকী টাকা ৪ এপ্রিল পরিশোধ করবেন বলে অঙ্গিকার করেন৷ নিদিষ্ট তারিখে টাকা পরিশোধে ব্যার্থ হলে তাকে পুলিশ হেফাজাতে প্রদান করা হয়৷ বর্তমানে তিনি তালা থানা পুলিশ হেফাজাতে আছেন ৷
এ বিষয়ে তালা থানা অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম সত্যতা স্বীকার করে বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের মাষ্টার এজেন্ট নাসির উদ্দিন বর্তমানে পুলিশ হেফাজাতে আছে৷
Leave a Reply