সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ফেনসিডিল সহ পিতা পুত্র কে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে কেঁড়াগাছি ইউপির সাবেক মেম্বার কেঁড়াগাছি গ্রামের তৌহিদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল সহ দুজন কে আটক করেছে,সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী জানান, নিজস্ব গোয়েন্দার তথ্য সূত্র অনুযায়ী তার নেতৃত্বে অভিযান চালিয়ে তৌহিদ মেম্বারের বাড়ির ওয়ারড্রবের ভেতর থেকে ঐ ফেনসিডিল উদ্ধার করা হয়।এ সময় বিজিবি সদস্যরা কেঁড়াগাছি গ্রামের মৃত আঃওয়াজেদ আলীর পুত্র তৌহিদুজ্জামান (৫৫)ও তার পুত্র রেজাউল ইসলাম চঞ্চল (৩০) কে আটক করে কলারোয়া থানায় সোপর্দ করে ।
মাদক চোরাচালানী রোধে চুল পরিমাণ ছাড় দেওয়া হবেনা,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply