নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা বৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) পৌরসভার ৯ নংওয়ার্ড কাউন্সিলর এর নিজস্ব কার্যালয়ে বিকেলে ৫ টায় সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। এসময় বীর মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনছার মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, পৌর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাবু , শেখ সফিকুল রহমান পিন্টু প্রমুখ। এ সময় ১৯ জন বীর মুক্তিযোদ্ধা কে ফুল ও ক্রেস্ট দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট সাহিত্যিক খাইরুল বাসার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি বই সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগরকে উপহার দেন লেখক খায়রুল বাসার।
Leave a Reply