নিজস্ব প্রতিনিধি: গভঃ রোজিঃ হোমিও রিসার্স ও চিকিৎসক কল্যান সমবায় সমিতি লিঃ সাতক্ষীরার উদ্দ্যোগে সাতক্ষীরা জেলা ব্যাপী হোমিও দাতব্য চিকিৎসার শুভ উদ্বোধন ও হোমিওপ্যাথির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার সকাল ১০ টায় আলিপুরে সমিতির প্রধান কার্যালয় চত্ত¡রে আলিপুর আদর্ম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সমিতির নির্বাহী সদস্য ডাঃ ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ড্রাগ সুপার মীর আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও প্রশিক্ষন প্রদান করেন সমিতির নির্বাহী চেয়ারম্যান ও স্বর্ণ পদকপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এম এ জাফর সিদ্দিকী। এছাড়া আরো বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সদস্য ডাঃ মাহমুদুল হাসান ই¯্রাফিল, সাতক্ষীরা শহর শাখার সভাপতি প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ডাঃ স্বপন কুমার বিশ^াস, সমিতির কালিগজ্ঞ উপজেলা শাখার সভাপতি ডাঃ সালাউদ্দীন, সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ, দেবহাটা উপজেলার সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ এমদাদুল, আশাশুনি উপজেলার সভাপতি ডাঃ অসিম ব্যানার্জি সহ প্রভাষক ডাঃ শিরিন সুলতানা, নির্বাহী সদস্য ইয়াছির আরাফাত, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ যোগেশ চন্দ্র, ডাঃ গোলক চন্দ্র, ডাঃ ফিরোজ আলম, ডাঃ ইছাহাক, ডাঃ কবিরুল ইসলাম প্রমুখ। সেমিনারে সাতক্ষীরা জেলা প্রশাসনের মাধ্যম্যে ৭৮টি ইউনিয়নে সপ্তাহে একদিন স্বল্প মূল্যে হোমিও দাতব্য চিকিৎসা প্রদানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হোমিওপ্যাথির অগ্রগতি, আকস্মিক ব্যাধি, দূরারোগ্য রোগী চিকিৎসা, মেটিরিয়া মেডিকার আয়ত্ব, কৌশল বিষয়ে প্রশিক্ষন ও আলোচনা করা হয়।
Leave a Reply