জিয়াউর রহমানঃ সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে অবস্হিত উত্তর ফিংড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। অনুষ্ঠানের প্রারম্ভে পবীত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রাফিদ ইসলাম এবং পবীত্র গীতা পাঠ করেন অনুশ্রী দেবনাথ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ কুমার বসুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাধন কুমার দাশের সঞ্চালনায় উপস্হিত ছিলেন এস এম সির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভাপতি রফিকুল ইসলাম তার বক্তৃতায় বলেন- ৭ ই মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের প্রেক্ষিতে বাংলার দামাল ছেলেরা ও বাংলার আপামর জনগন পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি লাল সবুজের পতাকা। তিনি বাংলাদেশের সকল শহীদ ও বাংলাদেশর স্হপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনা করেন। অতপর স্কুলের ছাত্র ছাত্রীদের হামদ নাত, কবিতা চিত্রাংকন প্রতিযোগীদের খাতা, কলম, স্কেলবক্স পুরষ্কার প্রদান করা হয়।এসময় অনান্যের মধ্যে উপস্হিত ছিলেন এসএমসির সহ- সভাপতি মাষ্টার প্রদীপ কুমার ঘোষ বিদোৎসাহী সদস্য সাংবাদিক জিয়াউর রহমান সদস্য আব্দুর রকিব, উত্তম কুমার সহকারী শিক্ষক নাজমিন সুলতানা, কনিকা গাইন, ফিরোজা খাতুন ও বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী প্রমূখ।
Leave a Reply