স্টাফ রিপোর্টারঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে অগ্নিকান্ডে ভষ্মীভূত দোকান ও অফিস ঘরের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতা। বুধবার (২৩ মার্চ) বেলা ১১.৩০ টায় ইউনিয়নের কল্যাণপুর স্কুল বাজারে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, পিআইও সোহাগ খান ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোর ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখেন। এসময় সরকারি কর্মকর্তা, দলীয় নেতা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে চরম ভাবে বিপন্ন প্রতাপনগর এলাকার মানুষ যখন নিজেদেরকে গুছিয়ে নিতে চেষ্টা করছেন তখন অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্বঃ হারানো মানুষগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সরকারি ভাবে তাদেরকে সহায়তার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি নিজেও প্রতাপনগরবাসীর পাশে থাকবেন বলে আশ্বস্থ করেন।
পরিদর্শনকালে ৬টি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও প্রতাপনগর ইউনিয়ন কৃষকলীগের অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলেন কর্মকর্তা ও নেতৃবৃন্দ। দ্রæত তারা ইউএনও ও ডিসি মহোদয়কে ক্ষয়ক্ষতির তথ্য প্রদান করে সহায়তা বরাদ্দের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। এসময় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তৌষিকে কাইফু, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেবদাশ কুমার ঘোষ, কৃষকলীগ সিনিঃ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ফকির, স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply